তোর জন্য।। লেখক- সৌমজিৎ রায়।।
তোর জন্য দীর্ঘ চার বছর অপেক্ষার পর
আজ আমার হাতে জ্বলন্ত সিগারেট।
তোর স্মৃতি ভোলার জন্যই
হাতে নিয়েছি রয়্যাল স্টাগের বোতল।
তোর প্রতি জমানো অনুভূতি বের করার জন্য
ধরেছি সাদা পাতা আর কলম।
তোর মায়াময় মুখটা ভুলে থাকার জন্যই
আজ মোবাইল থেকে তোর সব ফটো ডিলিট।
তোকে না পেয়ে
একাকিত্ব থেকে রেহাই পাবার জন্য
কানে হেডফোন আর তাতে গান:-
" ধরো...
আজ আমার হাতে জ্বলন্ত সিগারেট।
তোর স্মৃতি ভোলার জন্যই
হাতে নিয়েছি রয়্যাল স্টাগের বোতল।
তোর প্রতি জমানো অনুভূতি বের করার জন্য
ধরেছি সাদা পাতা আর কলম।
তোর মায়াময় মুখটা ভুলে থাকার জন্যই
আজ মোবাইল থেকে তোর সব ফটো ডিলিট।
তোকে না পেয়ে
একাকিত্ব থেকে রেহাই পাবার জন্য
কানে হেডফোন আর তাতে গান:-
" ধরো...