...

10 views

তোর জন্য।। লেখক- সৌমজিৎ রায়।।
তোর জন্য দীর্ঘ চার বছর অপেক্ষার পর
আজ আমার হাতে জ্বলন্ত সিগারেট।
তোর স্মৃতি ভোলার জন্যই
হাতে নিয়েছি রয়্যাল স্টাগের বোতল।
তোর প্রতি জমানো অনুভূতি বের করার জন্য
ধরেছি সাদা পাতা আর কলম।
তোর মায়াময় মুখটা ভুলে থাকার জন্যই
আজ মোবাইল থেকে তোর সব ফটো ডিলিট।
তোকে না পেয়ে
একাকিত্ব থেকে রেহাই পাবার জন্য
কানে হেডফোন আর তাতে গান:-
" ধরো যদি হঠাৎ সন্ধ্যে
তোমার দেখা আমার সঙ্গে।।"
এসবই ছিল বাহানা;
মনকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম
সবকিছু ভুলে যেতে হবে।
কিন্তু আসলে তোকে বারবার মনে করার জন্যই
হয়তো রাত্রিবেলায় অন্ধকার ঘরে
চোখ খুলে নিস্তব্ধ থেকেছি।
ফোন থেকে ডিলিট করলেও
তোর মুখটা মনে করার জন্য
তোর প্রোফাইলে গিয়ে ফটো দেখেছি।
তোকে আমার লেখা কবিতাতে পাবার জন্যই
কাগজ কলম নিয়ে লিখতে বসেছি।
সবশেষে একাকিত্ব থেকে রেহাই নয়;
তোর সাথে আবার দেখা হবার অনুভূতি নিয়েই
হেডফোনে সেই গান:-
"ধরো যদি হঠাৎ সন্ধ্যে
তোমার দেখা আমার সঙ্গে।।"