...

10 views

চিল
চাই আমি উড়ে যেতে
ডানা মেলা চিল হয়ে,
উড়ে যেতে বহু দূরে
আকাশের কোলে ভেসে।
উঁচু করে তাকিয়ে
পৃথিবীর প্রতি কোণে,
মনে মনে ভেবে ভেবে,
তোমাকেই খুঁজে চাই
চাই আমি উড়ে এসে
সারা জীবন কাটাতে।
গাছের ডালে বসে
দিন গুলো পেরোতে।
সবে বলে চিল এলো
নিয়ে যাবে চোখ খুলে,
আমি যে সেই চিল
হৃদয় উজাড় করে
সপে যাব তোমাতে।