...

2 views

অবশেষে বৃষ্টি

© প্রিয়রঞ্জন মন্ডল

দীর্ঘ তাপপ্রবাহের ইতি।
দিবা ভাগে অবিরাম বৃষ্টি।
এ যেন সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি।
বারিধারার প্রতি,
আমার নিস্পলক দৃষ্টি।
অপেক্ষায় ছিলাম,
কবে হবে বৃষ্টি!
আজ হলো ইচ্ছা পূরণ,
হৃদয়ে হলো আলোড়নের সৃষ্টি।
দীর্ঘ তাপপ্রবাহের পর,
আজ হঠাৎ বৃষ্টি।।