...

3 views

শ্রাবণের বিকেল
শ্রাবণের প্রথম ধারা তোমার সাথে দেখা।

শ্রবনের পরন্ত বিকালে তোমার অপেক্ষাতে সময় গোনা ।

সব যেন মায়াবী লাগে , কতনা ম্মৃতি মাখা ।

অবশেষে অপেক্ষার হল অবসান তুমি এলে আমার সম্মুখ পানে ।

কত কিছু ভেবে রেখেছিলাম বলবো তোমায় , কতটুকু বা হলো বলা ।

তোমার স্পর্শ যেন শ্রাবণের মিষ্ট ধারা মাখা, নিজেকে হারালাম...