মনে মনে
তোমাকে মনে আনমনে ভালোবাসি। যা চিরকাল হয়তো অপ্রকাশিত থাকবে, বলা হবেনা কোনও দিন। তোমার কাছাকাছি অন্য কাউকে দেখলে আমার খারাপ লাগে, ভেতর ভেতর রাগ হয় কিন্তু দেখাই না। যদিও তোমার দিক থেকে আমার প্রতি তোমার একটু ভালো লাগাও আমি দেখিনি, নেইও।
শুনেছি অপর পক্ষ থেকে ভালোবাসা না থাকলে সেই সম্পর্কে জড়াতে নেই। আমিও চাইনা একা জড়াতে, কেন যে নিজেকে বেঁধে রাখতে পারছি না জানিনা!
তবে একটা কথা আমি ভালো করে জানি। তুমি ঐ রঙীন আকাশের সুন্দর...
শুনেছি অপর পক্ষ থেকে ভালোবাসা না থাকলে সেই সম্পর্কে জড়াতে নেই। আমিও চাইনা একা জড়াতে, কেন যে নিজেকে বেঁধে রাখতে পারছি না জানিনা!
তবে একটা কথা আমি ভালো করে জানি। তুমি ঐ রঙীন আকাশের সুন্দর...