...

5 views

নির্ঘুম
বিদ্ধস্ত গ্রাম, তবু নদী ছিল নদী আছে...
অযাচিত সভ্যতার অহেতুক ছন্দপতন,
ঠিক বুঝিনা ঐ উল্লাসিক আগুনে মৃত্যুটা ঠিক কতবার !!
চিতার জলন্ত অঙ্গারেও কি নান্দনিকতা সম্ভব ??
প্রশ্নের কক্ষপথে আহ্নিক গতির প্রত্যাবর্তন -
আলেয়াশাখে প্রত্যুত্তর খু্ঁজি, কিন্তু মোহিনী সূর্যালোক !
বর্ণীল পারিজাতে লেখে নব হৃদস্পন্দন।
তবে কেন দশক পেরিয়ে আবারও একক ??
ক্রমশ ক্ষয়ে আসে সিঁড়ি, তর্জনীতে গোধূলির রঙ মোছে বৈধব্য প্রহর...
শুধু ভিটে আঁকড়ে নির্ঘুম প্রেতাত্মা -
রেডিয়ামে সাজায় অযুত ঝণের শহর !!