ঘুঁটে পোড়ে গোবর হাসে
আগুনের আঁচে
ঘুঁটে পোড়ে আর গোবর হাসে
গোবর তো জানেনা
তাকেই ফেলা হবে ঘুঁটের ধাঁচে।।
সময় তো সবার আসে
দূষণ দীর্ঘশ্বাসে
অপূরণ অভিলাষে
সবাই নাচে।
তারাও জানেনা যে
দুঃখ ছুটে আসে
সুখের ছদ্মবেশে।।
পাশের ঘরে, ছেলেটা যদি ফেল করে
প্রতিবেশী তবে, মনে মনে ভাবে
এটাই হবার ছিল, ঠিক হয়েছে...
ঘুঁটে পোড়ে আর গোবর হাসে
গোবর তো জানেনা
তাকেই ফেলা হবে ঘুঁটের ধাঁচে।।
সময় তো সবার আসে
দূষণ দীর্ঘশ্বাসে
অপূরণ অভিলাষে
সবাই নাচে।
তারাও জানেনা যে
দুঃখ ছুটে আসে
সুখের ছদ্মবেশে।।
পাশের ঘরে, ছেলেটা যদি ফেল করে
প্রতিবেশী তবে, মনে মনে ভাবে
এটাই হবার ছিল, ঠিক হয়েছে...