...

4 views

ঘুঁটে পোড়ে গোবর হাসে
আগুনের আঁচে
ঘুঁটে পোড়ে আর গোবর হাসে
গোবর তো জানেনা
তাকেই ফেলা হবে ঘুঁটের ধাঁচে।।
সময় তো সবার আসে
দূষণ দীর্ঘশ্বাসে
অপূরণ অভিলাষে
সবাই নাচে।
তারাও জানেনা যে
দুঃখ ছুটে আসে
সুখের ছদ্মবেশে।।

পাশের ঘরে, ছেলেটা যদি ফেল করে
প্রতিবেশী তবে, মনে মনে ভাবে
এটাই হবার ছিল, ঠিক হয়েছে
বোঝেনা প্রতিবেশী, জ্ঞান তার অতিবেশি
ভাবে আমার ছেলে ফার্স্ট হয়েছে।
ঘরে এসে মার্কশিট, দেখে সে হতচকিত
তার ব্রিলিয়ান্ট ছেলেটাও গোল্লা পেয়েছে।
তখন গোবরকে দেখে ঘুঁটেই হাসে।।
তাই বলি কেউ হেসোনা,
দেখলে অসহায় মানুষ পাশে
পারলে খাবার দিও, পারলে খবর নিও
কেমন সে আছে?
যদি ভালো না থাকে, হাতটা বাড়িয়ে রেখে
টেনে নাও কাছে।
গোবর তখন ঘুঁটের দহন
দেখে হাসবে না যে,
গোবর তবে মুক্তি পাবে
পড়বেনা আর ঘুঁটের ধাঁচে।।