আপোস নয় সংগ্রাম
কৃষক যে সে, মাটি ছাড়া আর
কারো সাথেই আপোস করে না,
অঙ্গ বেচেও ঋণ মেটাতে পারে
মৃত্যুকে কখনোই ডরে না।
বস্তির আগুনে যার স্বপ্ন পোড়ে,
ছাই হয়ে ওড়ে শিক্ষার নথি!
তার পেটের লেলিহান শিখাও কিন্তু
আপোস হীন, দুর্বার তার গতি।
অভাবের তাড়নায় পরিযায়ী জীবন
যাদের রোদে জলে একাকার,
...
কারো সাথেই আপোস করে না,
অঙ্গ বেচেও ঋণ মেটাতে পারে
মৃত্যুকে কখনোই ডরে না।
বস্তির আগুনে যার স্বপ্ন পোড়ে,
ছাই হয়ে ওড়ে শিক্ষার নথি!
তার পেটের লেলিহান শিখাও কিন্তু
আপোস হীন, দুর্বার তার গতি।
অভাবের তাড়নায় পরিযায়ী জীবন
যাদের রোদে জলে একাকার,
...