...

0 views

আপোস নয় সংগ্রাম
কৃষক যে সে, মাটি ছাড়া আর
কারো সাথেই আপোস করে না,

অঙ্গ বেচেও ঋণ মেটাতে পারে
মৃত্যুকে কখনোই ডরে না।

বস্তির আগুনে যার স্বপ্ন পোড়ে,
ছাই হয়ে ওড়ে শিক্ষার নথি!

তার পেটের লেলিহান শিখাও কিন্তু
আপোস হীন, দুর্বার তার গতি।

অভাবের তাড়নায় পরিযায়ী জীবন
যাদের রোদে জলে একাকার,

মূল্যবোধ ওদেরও তো থাকে অনেক,
রুটির কাছেই শুধু মানতে হয় হার।

মায়ের আঁচল হাতছানি দিয়ে ডাকলে
সিয়াচেনে তুষার আলিঙ্গন,

কার্গিল প্রান্তরে বুক পেতে দাঁড়িয়ে
মৃত্যু কে বাজি রেখে দিনযাপন।

অনেকটা পথ ধুলো মাখা..'বন্ধুর'
বন্ধুহীন, পরিজনহীন.. একা ,

ঝরাপাতার জীবন নিশ্চিত জেনেও
গাছকেই আঁকড়ে থাকা!

কিছু কিছু জীবন এমনি করেই মেটায়
অভাব অনটন অনিশ্চয়তার দাম।

তাদের কাছে জীবনের সোজা মানে
"আপোস নয় সংগ্রাম"।।


© PAM ✍️