...

12 views

মোন খারাপ এর দিনে
আজ মন খারাপ এর দিনে,
মন খারাপ এর ধূসর মেঘ মালা,
ঝরে যায় বৃস্টি, বারি, বাদল এই দিনে,
মনে কি পরে না কোন স্মৃতি,
প্রিয়ার হাত টি হয় নি ধরা,
হয় নি তার চোখ এ চাওয়া ,
এত না পাওয়ার পরও কেন,
আবেগ গুলো থাকে পাওয়া,
ভালবাসার বৃস্টি তে ভিজে যেতে,
মোন চায়, মোন চায়,
সে কোন কারনে হারাল যানি,
কোন দুর কোন অজানার ছোওয়া,
আমায় ডেকে যায়,
মন নিয়ে খেলা করে গেল,
অদ্রিতা সেই নারি,
তার শারীর ভাজ এ ভাজ এ,
কাব্য কথা লিখব বলে,
ভালবাসার কথা কইব তবে আজ কারে,
সে আছে তবে সেই কোন অজানা তে,
কল্পলোক এর কাব্য তেপান্তরে,
তার ছবি মম হ্রিদয় মাঝে,
আগ্লে রাখি তারে এ এই মনে,
ভালবাসার তরে বেচে থাকা তার,
স্মৃতি গুলো কত না সমাহার এ,
মনে পরে তারে এই মন খারাপ এর দিনে।