নতুন বছর যখন আসে
পুরাতন বছরের বিদায় ঘন্টা আবার যখন বেজে ওঠে;
মনের মাঝে নতুন করে আশার আলো আবার জ্বলে ওঠে।
জীবনের সব দুঃখ পুরাতন বছরের সাথে চলে যাবে;
আছে যত ব্যর্থতার গল্প, নতুন বছরে সব ইতিহাস হবে।
নতুন বছরে সফলতার এক নতুন অধ্যায় রচিত হবে;
নতুন বছর বয়ে আনবে সুখ, জীবনে আসবে পূর্ণতা।
সব অন্ধকার ঘুচে যাবে, আশার আলো উঠবে ফুটে;
সাদা-কালো জীবনটা, নতুন বছরে রঙিন হয়ে উঠবে!
জীবনের গাড়িটা...