...

18 views

নিথর কাল
#আলী আকবর হোসাইন

সময় ফুরাতে চায় না সহজে
বিগত উন্ত্রিশটি বছর
দীর্ঘ হতে হতে যেন
শতাব্দী পেরিয়ে গেছে।

সহজে বাতাস খেলে যায়
নারকেলের শাখে,
পাখীরা পাড়ি দেয়
আকাশের সীমা
মাছের শিশুরা সাঁতার কাটে জলে
আমার সময় কেবল দোয়ারে
অলস ভিখেরীর মতো দাঁড়িয়ে থাকে।

জানালা খুলেই দেখি সন্ধ্যার
পিঁচ কালো অন্ধকার
সহজে ঘুরিয়া বেড়ায়।
সকালে ঘন সুপারির বিঁথি ছুঁয়ে
পরবাশী মেঘ
সহজে দিগন্তে ফিরিয়া যায়।

আরেকটু দূরে তাকালে
রোপার থালার মত চকচকে
জলভরা চিতলীর হাওর।
মাঝ দিয়ে রেল লাইন
সহজ নদীর মতো এঁকে বেঁকে
চলে গেছে আশ্চর্য ঐশ্বর্যের শহর।

বাস্ট্যান্ডে সারাদিন মানুষের ভিড়ে
পরদেশী মেয়েরা
ফুলের মতো মুখ
মেঘের মতো চুল
চাঁদের মতো হাসি
ঝলমলে রোদের মতো শাড়ি পরে
আসে আর সহজে চলে যায়
দূর দিগন্তে ফিরে।

পৃথিবী চলেছে আগের মতই
শোকনো নদীটির প্যাঁচে
আমার সময় কেবল দোয়ারে
অলস ভিখেরীর মতো
সেই যে কখন থেকে
এখনো দাঁড়িয়ে আছে।

© Akbar husen2