...

3 views

শীতের রাত
রাতের আকাশ ডাকছে ইশারায়
কুয়াশা ভরা তারাদের দেশে ,
চঞ্চল মন অনেক্ষন আগেই দিয়েছে হাজিরা
উপন্যাসের বাইরের কোনো চরিত্রের ছদ্মবেশে ।
একটা শীতল হাওয়া হেলেদুলে যায়
কোমল ত্বকের জলীয় বাষ্প শুকিয়ে
কান আর শুনতে পাইনা কোনো আওয়াজ
কে যেন সাহায্য চায় , কোথাও লুকিয়ে ।
সাত পাঁচটা জোনাকির ঝাঁক হাওয়ার প্রতিকূলে
যেতে চাইছে কিন্তু হচ্ছে ব্যর্থ প্রতিবার
শেয়াল কুকুরে মিলিত হয়ে করছে সভা মাঝ মাঠে
কীভাবে শিকার আওতায় আসে রোজকার ।
© Adhir Mahato ( Rahul Starrs )