রবি
সারদার লাল তুমি,
সারা বিশ্বের কবি।
ভাষার জ্ঞান এ দীপ্ত তুমি,
আলোক ভরা রবি।
শৈশব কাটিলো তোমার,
গৃহে বসে থেকে_
চিত্রকর হলে তুমি
ছন্দোবদ্ধ সাদাকালো ছবি এঁকে।
মন তোমার বড়ই প্রেমী
প্রকৃতির কাছে,
তা তুমি দিলে ধরা
তোমার কবিতার মাঝে।
একাধারে সাহিত্যিক তুমি
রোমান্টিকতার অধিকারী,
তোমায় আমি চিনি বলে
সমাজে চিন্তা ধারী।
সারা বিশ্বের কবি।
ভাষার জ্ঞান এ দীপ্ত তুমি,
আলোক ভরা রবি।
শৈশব কাটিলো তোমার,
গৃহে বসে থেকে_
চিত্রকর হলে তুমি
ছন্দোবদ্ধ সাদাকালো ছবি এঁকে।
মন তোমার বড়ই প্রেমী
প্রকৃতির কাছে,
তা তুমি দিলে ধরা
তোমার কবিতার মাঝে।
একাধারে সাহিত্যিক তুমি
রোমান্টিকতার অধিকারী,
তোমায় আমি চিনি বলে
সমাজে চিন্তা ধারী।