...

1 views

হঠাৎ বৃষ্টি

© প্রিয়রঞ্জন মন্ডল

কাউকে না জানিয়েই,
হঠাৎ সে হাজির হলো আজ।
কে বলোতো?
বৃষ্টি।
এখন প্রায়শই,
তাকে আর দেখা যায় না।
সে যেন ডুমুরের ফুল!
মাঝে মাঝে হয় আবির্ভাব।
তবে আজকের বৃষ্টিতে,
ছিল এক উপরি পাওনা।
তা কি?
শিলা বৃষ্টি!