...

15 views

প্রথম কবিতা
মনে জানি না কী নিয়ে হাতে ধরেছি কলম
তার খোঁচায় উন্মুক্ত হয় কিছু অস্পষ্ট ধারণা
যাতে মিশিয়ে দি কলমের কালি
আর আবছা সে ধারণা স্পষ্টতা পায়

আর তারপর ছোটবেলার সেই পরিচিত রোগ
সেই কয়েকটা কাঁচা অক্ষর-এর শব্দচিত্রাঙ্কন
কিন্তু শব্দ আসে না যে মাথায়
তবু আঁকিবুকি করে নতুন খেলায় মেতেছে মন

শুধু দুটো বাক্য মেলাবার অভিপ্রায়
তবু মিলছে না
দুপুরের আঁচড়ানো চুল
সন্ধ্যায় যায় ছড়কুটে
কিন্তু কলম শব্দ লেখেনি বেশি
এঁকেছে কতগুলো রেখাংশ মাত্র

তবু কলম কে অস্ত্র করে লড়ে যাই ক্রমাগত
অবশেষে চেয়ে দেখি দুটো বাক্য মিলেছে
নিজ মনে গর্বিত হই
মনে আসে এক অদম্য উৎসাহ

কল্পনার যাত্রায় যেন বাহন হয়ে এগিয়ে দেয় আরো অনেকটা
অনুঘটকসম সে উৎসাহকে হাসিমুখে মেখে
প্রেরণার দরজায় কড়া নাড়ি
না করার সাধ্য হয়নি তারও

কী লিখছি বুঝি না
তবু একমনে লিখি সেই অচেনা ভাষাগুলো
ঠিক যেমন বাজছে কানের কাছে

আর এসবের মাঝেই কাটাকুটির অবশিষ্টরূপে
থেকে যায় কিছু কথা
সাজাই, দেখি স্বপ্ন সার্থক
"আমার সৃষ্টি...আমার কবিতা "


© Avik Ghosh