প্রথম কবিতা
মনে জানি না কী নিয়ে হাতে ধরেছি কলম
তার খোঁচায় উন্মুক্ত হয় কিছু অস্পষ্ট ধারণা
যাতে মিশিয়ে দি কলমের কালি
আর আবছা সে ধারণা স্পষ্টতা পায়
আর তারপর ছোটবেলার সেই পরিচিত রোগ
সেই কয়েকটা কাঁচা অক্ষর-এর শব্দচিত্রাঙ্কন
কিন্তু শব্দ আসে না যে মাথায়
তবু আঁকিবুকি করে নতুন খেলায় মেতেছে মন
শুধু দুটো বাক্য মেলাবার অভিপ্রায়
তবু মিলছে না
দুপুরের আঁচড়ানো চুল...
তার খোঁচায় উন্মুক্ত হয় কিছু অস্পষ্ট ধারণা
যাতে মিশিয়ে দি কলমের কালি
আর আবছা সে ধারণা স্পষ্টতা পায়
আর তারপর ছোটবেলার সেই পরিচিত রোগ
সেই কয়েকটা কাঁচা অক্ষর-এর শব্দচিত্রাঙ্কন
কিন্তু শব্দ আসে না যে মাথায়
তবু আঁকিবুকি করে নতুন খেলায় মেতেছে মন
শুধু দুটো বাক্য মেলাবার অভিপ্রায়
তবু মিলছে না
দুপুরের আঁচড়ানো চুল...