...

8 views

বেশ তো ছিলাম....

© নিশীথ তারা
বেশ তো ছিলাম..
বেশ তো ছিলাম মনের ঘরে,
যেথায় খুশি সেথায় যেতাম,
আকাশ পাতাল ঘুরে ঘুরে।
ওই আকাশের তারার সাথে,
আলাপটুকু সেরে,
চাঁদের সাথে কইতাম কথা,
মনের আনন্দেতে।
সবুজ বনে ছুটে যেতাম,
ছুঁয়ে ছুঁয়ে গাছেদের,
প্রজাপতির রঙিন পাখায়,
উপচে পরে সুখ,সাথীদের।
হঠাৎ করেই কি হোলো কখন,
মন তো এলোমেলো, ভাবনা ভীষণ।
সবুজ ঘাসে,হলুদের আবরণ,
ছন্দের দোলায় দোলে না এ মন।
উথালি পথালি চঞ্চল দু নয়ন।
একটু খুশির ঝিলিক এসে, দুয়ারে করা নাড়ে,
শান্ত হোলো মন টা তখন,দেখছি চুপিসারে।।

Chhaya Basu.