মেঘ
মেঘ আমি বৃষ্টি বলছি!
প্রেমে তোমার ঝোরে পড়েছি....
লোকে বলে পৃথিবীর গান আমি,
আমি জানি তোমার অধিকার আমি।
তবুও বুঝিনা মেঘ,
তুমি আমায় বোঝোনা কেন?
তোমার হাত ছুঁয়ে গড়িয়ে যাই,
তুমি বোঝোনা আমার বাহানা গুলো....
তোমায় এরকম ভাবেই আদর করতে চাই...
সব অজুহাত তোমায় ধরার মানতে চাই।।
তাই মেঘ আমি তোমার বন্ধু হবো,
তোমার কানে প্রেমের গান গাইবো।
আদর করবো তোমায় হৃদয় জুড়ে,
তোমার আকাশের আমি নরম ছোঁয়া হবো।
কেউ সাবধানে তোমায় দেখে বাড়ি ফিরছে,
কেউ জানলা থেকে তোমায় ঘিরতে দেখছে।
কারোর বড্ড মন খারাপ,
কেউ আমার মতো তোমার প্রেমে মত্ত হচ্ছে।
কেউ প্রতিবাদের মিছিলে দাঁড়িয়ে,
কেউ আইনের...
প্রেমে তোমার ঝোরে পড়েছি....
লোকে বলে পৃথিবীর গান আমি,
আমি জানি তোমার অধিকার আমি।
তবুও বুঝিনা মেঘ,
তুমি আমায় বোঝোনা কেন?
তোমার হাত ছুঁয়ে গড়িয়ে যাই,
তুমি বোঝোনা আমার বাহানা গুলো....
তোমায় এরকম ভাবেই আদর করতে চাই...
সব অজুহাত তোমায় ধরার মানতে চাই।।
তাই মেঘ আমি তোমার বন্ধু হবো,
তোমার কানে প্রেমের গান গাইবো।
আদর করবো তোমায় হৃদয় জুড়ে,
তোমার আকাশের আমি নরম ছোঁয়া হবো।
কেউ সাবধানে তোমায় দেখে বাড়ি ফিরছে,
কেউ জানলা থেকে তোমায় ঘিরতে দেখছে।
কারোর বড্ড মন খারাপ,
কেউ আমার মতো তোমার প্রেমে মত্ত হচ্ছে।
কেউ প্রতিবাদের মিছিলে দাঁড়িয়ে,
কেউ আইনের...