...

9 views

না ফেরার দেশে,,,
তুমি সাবধানে যেও,যেভাবে মেঘেরা যায়,
সহস্র কোটি আঁখির জলে,পিছল হয়েছে তোমার পথ,
তুমি সাবধানে যেও,ওই দাঁড়িয়ে আছে,তোমার স্বর্ণ রথ।
বেহিসেবি তোমার দান,আমাদের হৃদয়ে রেখেছি গেঁথে,
কাঙাল করে চলে গেলে তুমি,দূর অজানার না ফেরার দেশে।
আয়োজনের আর দোষ কি বলো,উড়ছে শঙ্খচিল,
তোমার জন্য শত শত পায়ে,ফুলের কান্না আর শোকের মিছিল।
করবো না আজ,কোনো অভিমান,যদি না তাকাও ফিরে,
সঙ্গীতের সম্রাঙ্গী তুমি,রইবে এ ভূবন জুড়ে।
হিরের দ্যুতিতে ঝলমল,স্বর্ণ শোভায় অবিচল,
চিরদিন,চিরকাল থাকবে তুমি,ওই অসীম গগনের তারারা যেমন উজ্জ্বল।।।