...

1 views

ভাবনায় বিরাজমান
আমি সেইসব মানুষটি না যাদের হাতের স্পর্শে গল্পের নদী বয়ে যায়। আমি এক সাধারণ কলম ধরে না লিখা মানুষ। যার ভাবনায় অল্প কিছু কথা আসে।

(অবকাশে শীত পড়েছে নতুন মৌসুমে
শীত লাগছে ঘরে ঘরে
ছুটি দিয়েছে দেশে দেশে
গল্প ভাবচ্ছি মনে মনে
কলম কাপচ্ছে হাতে হাতে
ভেবেও লিখতে পারছি না কেঁপে কেঁপে)
সকালে ঘুমের দখল চলেছে ঘরে ঘরে
তবুও আমি উঠেছি প্রাইভেটে যেতে
রাস্তায় কুয়াশার ভীর
তবুও পিছে হাঁটচ্ছি না এক পায়ে
যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে।
তবুও সামনে হাঁটচ্ছি ঠেলে ঠেলে।
---------------------------------------------
-----------------------------------------------
-----------------------------------------------



© All Rights Reserved