...

10 views

শৈশব বন্ধুত্ব
হ্যালো বন্ধু কেমন আছো মনে কি পড়ে আমাদের ছুটোছুটি,
টিফিন ব্রেকে ঝাল মুড়ি আইসক্রিম চটপটি নিয়ে কাড়াকাড়ি,
সন্ধ্যাবেলায় খেলার মাঠে টেন্ডুলকার বা আফ্রিদি,
ক্রিকেট বল দিয়ে পাশের বাসার আন্টির কাঁচ ভাঙার প্রতিযোগিতা,
বা সবাই মিলে লুকোচুরি খেলায়
শেষ বিকেল শেষে রাত করা,
ছুটির দিনে বন্ধুর সনে রেসলিং এর ছলে খেলা কত না চঞ্চল দিন ছিল,
হারিয়ে যাওয়া ছোট্ট বেলার বন্ধুর সাথে মনোপলি কেরাম আর লুডু মাত করা,
দুষ্টুমির ছলে কোনদিন ফুটবল দিয়ে আংকেলদের পিছি পড়া,
ছোটবেলার বন্ধুদের সেই দিনগুলো আছে মনে থেকে যাবে,
ভুলতে পারিনা আমার মধুর ছোটবেলা খুব ভালো ছিল দিনগুলো,
তিন দিন পরপর নতুন জামা আর বাটার নতুন জুতো কি মজাই না ছিল,
হারিয়ে যাওয়া দিনগুলো সবাই আমাকে অনেক চুমু দিত নরম গালের লোভে,
বুঝতাম আমি কত যে ভালোবাসা পেয়েছি বড়দের থেকে,
রোজ খেলতাম ভিডিও গেম বা কোন রেসিং গেমের ভার্শন,
কাজিনদের সাথে দেখা হতো মনে পড়ে ছুটতাম আমরা,
সেই খোলা মাঠের দিকে নতুন নতুন খেলায় মজে যেতাম নিমেষে,
হোম ওয়ার্ক গুলো করতাম রাতে আহারে কি বোঝা,
অংক করতে করতে কখন যে ঘুমিয়ে যেতাম,
বুঝতাম আমি হব একদিন স্পাইডারম্যান বা ব্যাটম্যান,
আজ হয়ে আছি জাস্ট এ ম্যান,
ছোটবেলার সেই সোনালী দিনগুলো সোনার ফ্রেমে বাঁধা,
আজও মনে পড়লে মনে হয় সবচেয়ে ভালো দিন ছিল ওগুলো,
আমার জন্য তোমরা সবাই দোয়া করো আমি লিখে যাবো থামবো না কখনো,
আমার শৈশব আমার সোনালী দিন নির্মল আনন্দ নির্ভেজাল ভালোবাসা,
লিখে গেলাম পড়ে নিও যদি পারো বুঝে নিও সোনালী শৈশব গুলো