...

5 views

গানের সুরে আছো তুমি



আমি হেথায় সেথায়, তোমায় খুঁজে বেড়ায়
তবুও, পাই না প্রভু তোমার দেখা।
খুঁজে বেড়াই বনে বনে, খুঁজে চলি জনারণ্যে
কোথায় তোমার রঙিন বসন, মস্তকে ময়ূরের পাখা।।

খুঁজি তোমায় ঘরের কোনে, সংগোপনে মগ্ন ধ্যানে,
তবুও তো দাও...