শায়রী'র জন্য
কবিতা - জানি না
লিখবো কি করে তোকে;
কি করে ছিটাবো গায়ে -
কালির দাগ,
কি করে ভরাবো - রঙ তুলি
ক্যানভাসে,
কি করে ফোটাবো
তোর দুঃখ - হাসি - রাগ?
কি করে শব্দ ঠাঁই
নেবে ডায়রী তে -
কি করে কাব্য ছুঁয়ে -
যাবে শায়রীকে?
ঠোঁটে লিপস্টিক -
বাকি আছে, এলো চুলে,
চোখে লাইনার
মিশে থেকে যায় কাজলে।
আনমনা মনে,...
লিখবো কি করে তোকে;
কি করে ছিটাবো গায়ে -
কালির দাগ,
কি করে ভরাবো - রঙ তুলি
ক্যানভাসে,
কি করে ফোটাবো
তোর দুঃখ - হাসি - রাগ?
কি করে শব্দ ঠাঁই
নেবে ডায়রী তে -
কি করে কাব্য ছুঁয়ে -
যাবে শায়রীকে?
ঠোঁটে লিপস্টিক -
বাকি আছে, এলো চুলে,
চোখে লাইনার
মিশে থেকে যায় কাজলে।
আনমনা মনে,...