...

4 views

একদিন ঠিক হারিয়ে যাব
---একদিন ঠিক হারিয়ে যাব---
কলমে-রশ্মিতা দাস

একদিন ঠিক হারিয়ে যাব
দিগন্ত নীলিমায়,
ছুঁতে অনন্ত নক্ষত্ররাজি
চপল মৃগপ্রায়।

ইঁট পাথরের নগরসজ্জা
বৈভব তুলে ধরে,
আড়াল করে...