
4 views
আলিঙ্গন
আলিঙ্গন করবই তো,
আর অনেকক্ষণ
ধরে থাকব
তোমার শরীর।
মনে যাতে না হয়
আমি ছেড়ে দিলাম।
লেগে থাকো।
পৃথিবী একটাই।
আমি তোমারই
অঙ্গ ।
নিজেকে ফাঁকা করে
ঢালতে পারো।
আমি নিতে রাজি,
বিলক্ষণ! বা তোমার
ঢেউ লাগুক আমার
অন্তরের এক দিকে।
আমার ফোঁটাও গড়িয়ে
ছুঁয়ুক তোমার বুকে।
© Sanjib Basu
আর অনেকক্ষণ
ধরে থাকব
তোমার শরীর।
মনে যাতে না হয়
আমি ছেড়ে দিলাম।
লেগে থাকো।
পৃথিবী একটাই।
আমি তোমারই
অঙ্গ ।
নিজেকে ফাঁকা করে
ঢালতে পারো।
আমি নিতে রাজি,
বিলক্ষণ! বা তোমার
ঢেউ লাগুক আমার
অন্তরের এক দিকে।
আমার ফোঁটাও গড়িয়ে
ছুঁয়ুক তোমার বুকে।
© Sanjib Basu
Related Stories
0 Likes
0
Comments
0 Likes
0
Comments