...

1 views

অভিমান
আচ্ছা অনি একতরফা ভালোবাসা হয়, কিন্তু এই ভালোবাসায় অভিমান হয় ? আমার জানা নেই! আমার তোমার ওপর অভিমান হয়েছে, ভীষণ অভিমান।
তুমি হয়তো ভাবছো আমার কাছে তোমার গুরুত্ব কমছে। না! তা একদমই নয় বরং তোমার প্রতি আমার অভিমান দিন দিন বাড়ছে। তার পরিমাণ এতটাই যে তুমি ছাড়া আমার একার দ্বারায় এ মান ভাঙানো সম্ভব নয়।

আগে কতবার তোমার ওপর রাগ হয়েছে, তোমার খারাপ ব্যবহারে কষ্ট পেয়েছি। আবার নিজেই নিজেকে ঠিক সামলে নিয়েছি। তবে ইদানীং কেন এতো অভিমান হয়, কি হয়েছে আমি জানি না।

তুমি অন্যের সাথে বেশি কথা বললে আমার অসস্থি হয়, তোমাকে অন্যের দিকে তাকাতে দেখলে আমার কেমন খারাপ লাগে। শুধু মনে হয় যা আমার তা আমারই তার থেকে এক শতাংশও ভাগ আমি করবো না ।

তোমার কাছে আমার গুরুত্ব যদি এতটুকুও থেকে থাকে, তাহলে...