...

3 views

আঁধার
আঁধার কি শুধু - ই কালো রাত,
সে তো মনের ভিতর জুড়ে।
আঁধার কি শুধু প্রদীপের তলায়,
আঁধার সে তো পুরো জগত ভরে।
আঁধার কি শুধুই দেখায় ভয়
সে তো কোথাও আলোর প্রকাশ।
আঁধার কি শুধু কাদ্ঁতে দেখে
আঁধার সে তো জাগায় বাঁচার আশ।
আঁধার কি শুধুই ভূতের বাড়ি,
সে তো স্বয়ং কালির বাস।
আঁধার কি শুধুই ভাঙতে পারে
আঁধার সে তো জোগায় গড়ার সাহস।
আঁধার কি শুধুই মেঘের ছুট
সে তো চাঁদের ভাঙা গাড়ি।
আঁধার কি শুধু নাড়ীর চোখের কাজল
আঁধার সে তো চাহনির অবকাশ।
আঁধার কি শুধুই অমাবস্যা রাত
সে তো নিজে কৃষ্ণের ই মাস।
আঁধার কি শুধুই প্রশ্ন হাজার
আঁধার সে তো উত্তর, হাজার প্রশ্নের।
আঁধার কি শুধুই শত্রু
সে তো আলোর অবকাশ।
আঁধার সে তো নিজে বলে তুমি ধন্যি নারী
তুমিই আঁধার ঘরে করো প্রাণের প্রকাশ।


01/10/2023
© Puja Karmakar💥