...

3 views

আঁধার
আঁধার কি শুধু - ই কালো রাত,
সে তো মনের ভিতর জুড়ে।
আঁধার কি শুধু প্রদীপের তলায়,
আঁধার সে তো পুরো জগত ভরে।
আঁধার কি শুধুই দেখায় ভয়
সে তো কোথাও আলোর প্রকাশ।
আঁধার কি শুধু কাদ্ঁতে দেখে
আঁধার সে তো জাগায় বাঁচার আশ।
আঁধার কি শুধুই ভূতের বাড়ি,
সে তো স্বয়ং কালির বাস।...