দুয়েক জন অন্যরকম হবে
দুয়েক জন অন্যরকম হবে
রাজীব চক্রবর্তী
অবোধ শিশু নির্মল নিষ্পাপ
কয়েক বছরে পালটে যাবে সব
ভোরের আকাশে লুকিয়ে রয়েছে তাপ ।
চোখে বসবে স্বপ্ন-মাখানো লেন্স
মানুষের দেহে দেখবে স্বপ্নের হাতছানি ।
একটা আলো ছড়িয়ে পড়বে পুরো ক্লাসরুম জুড়ে
অজ্ঞ কুঁড়ির বাঁধন ছিঁড়ে ছড়িয়ে পড়বে সৌরভ
জ্ঞান বৃক্ষের ফল খেয়ে বসন্ত উপভোগ
ইতস্ততঃ...
রাজীব চক্রবর্তী
অবোধ শিশু নির্মল নিষ্পাপ
কয়েক বছরে পালটে যাবে সব
ভোরের আকাশে লুকিয়ে রয়েছে তাপ ।
চোখে বসবে স্বপ্ন-মাখানো লেন্স
মানুষের দেহে দেখবে স্বপ্নের হাতছানি ।
একটা আলো ছড়িয়ে পড়বে পুরো ক্লাসরুম জুড়ে
অজ্ঞ কুঁড়ির বাঁধন ছিঁড়ে ছড়িয়ে পড়বে সৌরভ
জ্ঞান বৃক্ষের ফল খেয়ে বসন্ত উপভোগ
ইতস্ততঃ...