...

23 views

কবিতা- দূর পবনে ভালোবাসা
দূর পবনে ভালোবাসা

-মোঃ আতাউল করিম

বন্ধু তুমি বুঝবে গো কি করে
মনটা করলে আনচান,
সেতো আমি তবে চেয়ে থাকি
তোমায় দিতে সবখান।

চলো আমরা যাবো বহু দূরে
যেথায় নেইকো মানা,
সেথায় আমরা থাকবো যে চিরকাল
দুইজনে একটানা।

দূর আকাশে ঐ তারারা জ্বলে
মিটিমিটি করে,
সেই আলোতে জোনাকিদের সাথে
খেলবো গো প্রাণ ভরে।

খোলা হাওয়ায় আমরা গাইবো যে গান
একসাথে সুর তুলে,
সেই সুরেতে হারিয়ে যেন যাই
সব কিছুতে ভুলে।

যদি থাকেন রাজা ও রাজরানী
হবে অনেক মজা,
সবাই মিলে ঘুরব অচিন দেশে
পাবে না কেউ সাজা।

ছন্দঃ স্বরবৃত্ত,পর্বের মাত্রা বিন্যাস- ৪+৪+৪+৪

@Ataul_karim
© All Rights Reserved