...

10 views

স্মৃতিপটে
বিছিয়ে থাকা দূর্বাচটি কোদালে চেঁচে পরিপাটি
গোবরের গোলা ঝাঁটায় টেনে নিয়ে
আতপ চাল শিলে বাটা মা লক্ষ্মীর চরণ আঁকা
উঠোন জুড়ে আজো আছে মনে।
কড়ি বর্গা আলকাতরা লেপা দক্ষিণ হাওয়া আ-মাপা
বিশ ইঞ্চির দেওয়াল স্যাঁতস্যাঁতে
ইয়া বড় ভাতের হাঁড়ি সপরিবারে সারি সারি
চওড়া বারান্দায় খেতে বসা একসাথে।
ছেলেপুলের সোরগোল ঠোকাঠুকি কোন্দল
আবার ভাব গলায় গলায় যেন
সাদা কালো ছায়াছবি হারিয়ে গেছে আজ সবই
তবু স্মৃতিপটে ভেসে ওঠে কেন!