...

35 views

ক্ষুধা
রোদগঙ্গার আয়না খুঁজে
মৃত ভ্যাপসার মণিকোঠায় ।
আলপিন মেঘ বর্ষা ঝড়ায়
শ্রাবণ দিনের চৌরাস্তায় ।

এমন দিনেও খৈনি ডলে
হাঁটেন চাঁচা রফিক মিয়া ,
এরই মধ্যে চষেন কবি
অশ্লীল কলম হাতে নিয়া -

'' আমি শুধুই আদর খুঁজি
শরীর খুঁজি খিদের চোটে ।
মৌসিনরামে ঝড়ের সংজ্ঞা
শরীর জুড়োয় নরম ঠোঁটে । ''

© Manotosh Baidya



#bengalipoem #bengali #poem #WritcoQuote #writer