...

7 views

স্মৃতির ঠিকানায়
চল আজ হারাবো দু'জন, স্মৃতির ভীরে নতুন করে।
তুই তুলে নিবি আনন্দের স্বর্নপদ্ম ; আমি নেব দুঃখের শিকল।
তুই যখন হারিয়ে যাবি সৌন্দর্যের অতুল ঐশ্বর্যে
আমি হারাব ফেলে আসা ব্যথা, কষ্টের নীল জলে।
আবারও করবো স্নান অতৃপ্ত প্রেম বিলাসে।
সোনার পদ্মকে গেঁথে দিব লোহার শিকলে।
ঐশ্বর্যের মিলন হবে, না জানা ব্যথার সাথে।

চল আজ হারাবো দু'জন ফেলে আসা নদীর বাঁকে।
শেওলা ধরা নায়ে, জীর্ণ, শীর্ণ ছায়ে বসবো নতুন করে।
তোর হাতে থাকবে রবিঠাকুরের পদ্য,
আমার গলায় ভাটিয়ালির মেঠো সুর।
আবার প্রকৃতি মিলাবে দোহে, প্রাণে বাজবে রাগিনী সুমধুর,
গভীর প্রণয়ের সাথে হবে অবোধ প্রেমের মিলন।
ভেসে যাব নিরুদ্দেশের কল্পিত কোন শহরে,
আবার হারাবো দু'জন স্মৃতির ভিরে নতুন করে।
© দেবাঞ্জলি চক্রবর্ত্তী