...

3 views

কোথায় অন্তর্গত টুকরো মন?
কোথায় অন্তর্গত আমার টুকরো মন?
সে কী উদ্দীপ্ত সূর্যের আভায় রঙিন হচ্ছে,
নাকি তরল উষ্ণতায় ডুবছে সারাক্ষণ।।

কখনও যেন শান্ত নিস্তব্দ মধ্যরাতে আউড়াতে
বাধ্য করছে আমার স্বর,
তবে কী সে নিক্ষিপ্ত হচ্ছে গভীর ঢেউয়ে।।
কোথায় সে ক্ষুদ্র মন?

সে কী কার্ণিশ জুড়ে আকৃতি বাড়াচ্ছে,
যে আকৃতি আবদ্ধ বা বিচ্ছিন্ন করতে পারে চাওয়া পাওয়া।।
কোথায় সে মন?
ক্ষত হচ্ছে কী তবে সে দিনরাত,
নাকি খসে পড়ছে তারার মতো সে সময়ে সময়ে
কোথায় সে ক্ষুদ্র মন?

তবে কী আঁকড়ে ধরতে পারবো যেদিন এই মন,
কন্ঠস্বরে পড়বে কপাট,
আকাশের এক তারা হয়ে যেতে কেউ করবে না বারন??
-zulekha(roji)