...

4 views

কোথায় অন্তর্গত টুকরো মন?
কোথায় অন্তর্গত আমার টুকরো মন?
সে কী উদ্দীপ্ত সূর্যের আভায় রঙিন হচ্ছে,
নাকি তরল উষ্ণতায় ডুবছে সারাক্ষণ।।

কখনও যেন শান্ত নিস্তব্দ মধ্যরাতে আউড়াতে
বাধ্য করছে আমার স্বর,
তবে কী সে নিক্ষিপ্ত হচ্ছে গভীর ঢেউয়ে।। ...