কোনো সাক্ষীর সাক্ষ্যে তোমায় কেনা যায় না।
তোমায় লিখিত চুক্তিতে বন্ধ করে রাখতে চাইনা,
চাইনা কোনো অহেতুক কতজন সাক্ষীর সাক্ষ্যে।
তোমার নিতে চাইনা মহারানায় কিনে নিতে।
তোমায় রঙবেরঙে শামিয়ানা আর আলোকসজ্জায় চাইনা ।
চাইনা তোমায় লক্ষ টাকার হাজারো মানুষের...
চাইনা কোনো অহেতুক কতজন সাক্ষীর সাক্ষ্যে।
তোমার নিতে চাইনা মহারানায় কিনে নিতে।
তোমায় রঙবেরঙে শামিয়ানা আর আলোকসজ্জায় চাইনা ।
চাইনা তোমায় লক্ষ টাকার হাজারো মানুষের...