মন্থন
এখন ও ভেজা মাটির তাজা গন্ধ
স্পর্শ করে আবেগী বাতাসে,
শরতের মিষ্টি রোদে
শিউলি পাপরির মত নরম
উষ্ম সোহাগ গায়ে লাগে ।
শীতের শীতল ঠান্ডা আবহাওয়া
কোকিলের কুহু কুহু সুরে বসন্তে
ফাগুন নামে পলাশের রঙে,
শ্রাবণের বৃষ্টিধারা ঝরে
পাহাড় বেয়ে,
গ্রামের বধূ ঘোমটা টেনে
গোধূলী ডাকে প্রদীপ জ্বেলে।
তবুও হৃদয়ে কিসের শূন্যতা
বিষাদ মন...
স্পর্শ করে আবেগী বাতাসে,
শরতের মিষ্টি রোদে
শিউলি পাপরির মত নরম
উষ্ম সোহাগ গায়ে লাগে ।
শীতের শীতল ঠান্ডা আবহাওয়া
কোকিলের কুহু কুহু সুরে বসন্তে
ফাগুন নামে পলাশের রঙে,
শ্রাবণের বৃষ্টিধারা ঝরে
পাহাড় বেয়ে,
গ্রামের বধূ ঘোমটা টেনে
গোধূলী ডাকে প্রদীপ জ্বেলে।
তবুও হৃদয়ে কিসের শূন্যতা
বিষাদ মন...