...

2 views

ক্ষণে ক্ষণে
নানান ঢঙে নিত্য মানুষ
উড়ায় কত রূপের ফানুস
এই মনে নয় অন্য মনে
মন মিলিয়ে যায় ক্ষণে ক্ষণে।

নানান রঙের এতো বাহার
কেঁড়ে নিতে অন্যের আহার
অনুশোচনা হয় না মনে
রঙ পাল্টায় ক্ষনে ক্ষণে।

আহাজারি করছে কত
অনাহারে ভুগছে যত
খাদ্যের অভাব পূরণে
কুরবানি হয় ক্ষণে ক্ষণে।

মানুষ সব ভাবছে এমন
ইচ্ছে তার চলন বলন
স্রোষ্টা তারে রেখে বনে
ঘুমিয়ে নেয় ক্ষণে ক্ষণে

সময় বিক্রি হচ্ছে টাকায়
বিক্রি হচ্ছে ঘুড়ির...