...

2 views

নিজেই দোষী।।
নিজের পায়েই কুড়ুল মেরে
বলছো সবাই দোষী
বাইরেটাতে বেরিয়ে দেখো
চোরেরাও আজ সন্ন্যাসী।।
নিজেই তুমি আঁকছো কত
চুরি- ডাকাতির ছবি
আবার, ঘরের গয়না চুরি গেলেই
চাকরটা হয় লোভী।।
নিজেই তুমি গড়ছো স্বপ্ন
ঝরিয়ে মাথার ঘাম
স্বপ্ন ভাঙলেই ঘুমের দোষ
এই তার পরিনাম।।
নিজেই তুমি তিল তিল করে
তৈরি করছো দেশটা
আর যুদ্ধ হলেই খোঁজো চারপাশ
বোঝোনা আসল কেসটা।।
নিজে নিজেই ঝগড়া করে
নিজেই তুমি চোখ মুছো
চাষীটার পেটে চেয়ে দেখো
মারছে যে ডন বুড়ো ছুঁচো।।
নিজেই এবার খতম করো
হিংসা- দ্বেষ আর রাগটা
নইলে, যোগ- বিয়োগটা মেলাতে গিয়ে
ভুল হবে শেষে ভাগটা।।