...

10 views

মনুষ্যত্ব
আজ মা বলেছিল,"ও হিন্দু, ওর থেকে,
দূরে দূরে থাকিস,নামাজ কালাম নাই ওযু নাই!!"
শুনে, হৃদয়ের গভীরে ব্যথা ওঠে বেঁকে।
বারবার,হৃদয়ে কথাগুলো খুঁজে পাই।

মনে মনে বলি,"আজ তুমি যারে,
বললে এ কথা,হৃদয়ের তলে,
রেখেছি বহু যত্নে তারে।"
প্রতিবাদে চোখ ফেটে আসে জল।
বুকের মাঝে ভিড়ে,শত কষ্টের ঢল।

চিৎকার করে ইচ্ছে হয় বলতে,
"ভেদাভেদ আর নয়,
এবার হবে মনুষ্যত্বের জয়।"