...

8 views

" অসুন্দর "

নিখুঁত পৃথিবীর মধ্যে লাবণ্য থাকে না,
থাকে না কোনো সৌজন্যের শিল্প।
থাকতে হয় ক্ষয়,
থাকতে হয় মৃত্যু।
জন্ম তো উদ্ভিদেরও হয়,
শাখাপ্রশাখারা অপ্সরার মতো খোঁপা বাঁধে,
গন্ধ ছড়ায়,
চন্দ্রসিক্ত নাসিকাবর্ণে।
সেই পুরোনো ক্ষয় চন্দন দিয়ে ঢাকতে চাও তুমি?
কেন বলো?
এ তো এক ইলোরার ভাস্কর্য,
অসমতল,
যার ওপর একটা গোটা নক্ষত্রজাতি বাসা বাঁধার অভিপ্রায় রচনা করেছে।
সমতলে নাই বা প্রেম রাখলে।



© সাহিত্যের নায়াগ্রা❤️