ভয় হয় মানুষের ভীড়ে
আমি বুঝিনা যখনই কোন খারাপ ঘটে যাওয়া ঘটনা অতি কষ্টে সামলে নিয়ে জীবনটা গুছিয়ে তুলি একটু একটু করে, ঠিক তখনই জীবনটা পুনরায় ওলোট পালোট হয়ে যায় হঠাৎ ঝড়ে। আচ্ছা এটাই কি প্রকৃতির নিয়ম ?
মাঝে মাঝে আপন মানুষগুলো কেমন পর হয়ে যায়। যাদের চাই সাথে রাখতে তারা তাদের ব্যবহারের দ্বারা বুুঝিয়ে কেউ থাকার নয়!
যাদের অনুপস্থিতি সহ্য হয়না, প্রতিটা মুহূর্ত গলায় কাঁটার মতো ফোঁটে। তারা আমাদের ছাড়া দিব্যি ভালো থাকে!
কিভাবে থাকে তারা আমার জানা নেই, বিচ্ছেদের যন্ত্রণা কি তাদের মনে দাগ কাটে না ?
জীবনে কত মানুষের হারিয়ে যাওয়া দেখেছি, চলে যাওয়া দেখেছি। প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, কাছের মানুষ সবাই এক এক করে প্রয়োজন শেষে সরে গেছে নিজের সময় মতো। তাতে...
মাঝে মাঝে আপন মানুষগুলো কেমন পর হয়ে যায়। যাদের চাই সাথে রাখতে তারা তাদের ব্যবহারের দ্বারা বুুঝিয়ে কেউ থাকার নয়!
যাদের অনুপস্থিতি সহ্য হয়না, প্রতিটা মুহূর্ত গলায় কাঁটার মতো ফোঁটে। তারা আমাদের ছাড়া দিব্যি ভালো থাকে!
কিভাবে থাকে তারা আমার জানা নেই, বিচ্ছেদের যন্ত্রণা কি তাদের মনে দাগ কাটে না ?
জীবনে কত মানুষের হারিয়ে যাওয়া দেখেছি, চলে যাওয়া দেখেছি। প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, কাছের মানুষ সবাই এক এক করে প্রয়োজন শেষে সরে গেছে নিজের সময় মতো। তাতে...