কার জিত কার হার
কতদিন দেখিনা তোমায়। তুমিও বহুকাল খোঁজো না আমায়। অভিমান ভুলে আমিও ছুটে যাইনি তোমার কাছে । তুমিও পিছু ডাকোনি একটি বার!
দূরে থেকেও তোমার পথ চেয়ে থেকেছি রোজ, ভাবতাম এই বুঝি তুমি কাছে এসে জড়িয়ে ধরবে আর মিটিয়ে নেবে সব মান অভিমান। আবার শুরু হবে আমাদের পথ চলা।
রোজ পথ চেয়ে থেকে, অভিমানের পাহাড় বইতে বইতে আমি কি ভীষণ ক্লান্ত তুমি খবর রাখনা।
আসলে কি বলো তো আমরা কেউ কারোর কাছে ছুটে...
দূরে থেকেও তোমার পথ চেয়ে থেকেছি রোজ, ভাবতাম এই বুঝি তুমি কাছে এসে জড়িয়ে ধরবে আর মিটিয়ে নেবে সব মান অভিমান। আবার শুরু হবে আমাদের পথ চলা।
রোজ পথ চেয়ে থেকে, অভিমানের পাহাড় বইতে বইতে আমি কি ভীষণ ক্লান্ত তুমি খবর রাখনা।
আসলে কি বলো তো আমরা কেউ কারোর কাছে ছুটে...