...

5 views

অপেক্ষা
আর একটু অপেক্ষা হয়তো অর্ধেক জীবন।
দুরত্ব ঘোচাতে, হয়তো আরও কিছুটা অতি দীর্ঘক্ষণ।
এই মনের ব্যর্থ আশা আবার পাবে জীবন।
এর পরের জন্মে আমি অশ্রু নদীর দিব বিসর্জন।
আমার ভালোবাসার চাঁদ আর আধ-খানা হবে না,
তার সুগোল জোছনায় ভাসবে আমার সমস্ত প্রাণ।
আর কোন কমতি থাকবে না আমার প্রেমের পূজায়,
না পাওয়ার কষ্টে আর ভাসবে না মন।
‌‌‌
© দেবাঞ্জলি চক্রবর্ত্তী