...

3 views

সুযোগটা ফিরে পাব না
নতুন সকাল,
নতুন সুযোগ,
পুরোনো টা ফিরে আর পাব না।
অবহেলা নিজের প্রতি
নাকি অন্যের জন্য
জানি না।
জানতেও চাই না।
এতো আবেগ নিয়ে
কি আর হবে!
সময়ের সাথে নিজেকে বদলানোর ইচ্ছে টাও চলে যাচ্ছে।