অপেক্ষা
বিষণ্ণ বিকেল কেটে যায়,
আনকোরা ফেসবুক পাতায়;
এক-একটা নীল চিঠি-
বসে তোমার অপেক্ষায়।
মুঠোফোন, বোজে চোখ;
অক্ষর করে খোঁজ,
সবুজ সংকেত
অবহেলে মুছে যায়।
স্তব্ধতা বাঁধ...
আনকোরা ফেসবুক পাতায়;
এক-একটা নীল চিঠি-
বসে তোমার অপেক্ষায়।
মুঠোফোন, বোজে চোখ;
অক্ষর করে খোঁজ,
সবুজ সংকেত
অবহেলে মুছে যায়।
স্তব্ধতা বাঁধ...