...

7 views

শুনছিস...
শুনছিস...

কাগর নাও'য়ে ভাসিয়ে দিলেম
মন খারাপের গান,
বৃষ্টিভেজা মেঘলা বিকেল,
মেঘলা অভিমান।

রিম ঝিম ঝিম বৃষ্টি খোঁজে
দুষ্টু নূপুরজোড়া,
মনের উদাসপুরের ঘাটি
কাঁদছে ফুলের তোড়া...

কুলের আচার হারিয়েছে স্বাদ
হয়েছে অভিমানী,
রথের মেলার পথ ভুলেছি,
ভুলেছি মুখখানি।

দুচোখ তবু চুমে ও দুই
কাজল কালো আঁখি,
মুক্তোফুলের হাসির সুবাস
হৃদে কালবৈশাখী।

উথালপাথাল ঝড়ের দাপট...