সেই মেয়েটি
সেই মেয়েটি আজ আর আসে না।
তাঁর নূপুরের শব্দে প্রাণ ও আর ভাসে না।
কেউ তো আর বলে না আম লেবে গো... আম।
তাঁর স্নিগ্ধ মধুর আওয়াজে মোর পূর্ণ হয় না মনস্কামনা।
আম বাগানে খেলে না তাঁর খিলখিলানি হাসি।
তাই আজ মোর মন বাগান যেন ভাঙা পোড়া বাঁশি।
সেই মেয়েটি আজ আর আসে না পুকুর ঘাটে...
তাঁর নূপুরের শব্দে প্রাণ ও আর ভাসে না।
কেউ তো আর বলে না আম লেবে গো... আম।
তাঁর স্নিগ্ধ মধুর আওয়াজে মোর পূর্ণ হয় না মনস্কামনা।
আম বাগানে খেলে না তাঁর খিলখিলানি হাসি।
তাই আজ মোর মন বাগান যেন ভাঙা পোড়া বাঁশি।
সেই মেয়েটি আজ আর আসে না পুকুর ঘাটে...