সর্বহারা চাষি
আকুল গরম শেষে ব্যাকুল বরষ ধারা ছাপিয়া নদীর তীর করিল যে ঘরহারা, সে তীব্র ধ্বনিত কত প্রবল মুষলধারা ধরিয়াছে জাপটে,আর করিয়াছে ঘরছাড়া।
ব্যথিত করিয়া চাষি নিজ মনঅন্তর
খুঁজিয়াছে মরুহীন মরীচিকা প্রান্তর।
নাহি পায় তবু সে তো আশার ঝলক
ভগবানে মনে করি বুঝিছে...
ব্যথিত করিয়া চাষি নিজ মনঅন্তর
খুঁজিয়াছে মরুহীন মরীচিকা প্রান্তর।
নাহি পায় তবু সে তো আশার ঝলক
ভগবানে মনে করি বুঝিছে...