...

10 views

আজও শীতের রাতে।।
আজও শীতের রাতে,
আজও গ্রীষ্মের প্রভাতে,
আজও গরম ডাল-ভাতে,
তোমাতে আমাতে।।
চলো খুঁজি নির্জনতা,
খুঁজি নিরবতা,
আর খুঁটিনাটি কথা,
আমি বক্তা তুমি শ্রোতা।।
চলো তুলি দিয়ে ছবি আঁকি,
টিয়া আর তোতাপাখি,
ধুলো নিয়ে মাখামাখি,
দুঃখকে ঢেকে রাখি।।
চলো নিয়ে সকলের মত,
হয়ে কপতি-কপত,
দুজনে করি শপথ,
হাঁটবো একশ পথ।।
চলো দুজনে ঘুমের ঘোরে,
শীতেরই কোনো ভোরে,
প্রেম করি মন ভরে,
দুজনে একই চাদরে।।
সকালে চায়ের কাপে,
চায়ের ঐ উষ্ণ ভাপে,
দুজনের চেনা আলাপে,
ঠোঁট দুটি উঠবে কেঁপে।।
তখনই বোঝা যাবে,
প্রেম পূর্ণতা পাবে,
আর ঘড়ির কাঁটা বলবে,
সময় ঠিকই আসে; তবে নিরবে।।