...

5 views

মন বলে
তারপর, এলোচুলে
ঝুপ করে সন্ধ্যা নেমে এলে...

অস্পষ্ট হলদে শাড়ির ভাঁজ,
ফুটপাতে নিয়ন আলোর সাজ।

কপালে গোধূলির টিপ,
ভুরূ জোড়ায় ডানা মেলার ইঙ্গিত।

শীত তখনও দূরে,
পরিযায়ী আসেনি কেউ উড়ে।

পাতারা আঁকড়ে ছিল ডাল,
যদিও উত্তুরে হাওয়ায় ঝরে যাওয়া কাল।

জীবন ক্লিশে সংলাপ শোনায়,
মন বলে তবু .. এভাবেও বেঁচে থাকা যায়!



© PAM