...

14 views

টাকার গাছ
আমার মাসি, শিল্পী পাল
এক সিকে নিয়ে এসেছে কাল;
পুঁতলে নাকি গাছ উঠবে তাতে!
চারপাশ বাঁধ - লাল সূত্রে,
গোড়া ভেজা রোজ - গোমূত্রে,
লক্ষ্মী আসবে - আশীর্বাদ হাতে।
'গোলাপি নোট'এ ভরবে গাছ
নাড়া দিলেই হবে কাজ।
"ভন্ডামী যত..." - চেঁচিয়ে উঠলো দাদু।
মাসি বলে, - "বাবা শোনো,
কয়েকটা আর দিন গোনো;
দিয়েছে এটা গুজরাটি এক সাধু"।

সে বীজ পোঁতা, নানান হ্যাপা,
প্রথমে হল গোবর লেপা,
দু-হাত এক গর্ত করল পরে।
দুই কলসি দুধ ঢালল,
যজ্ঞ হল - পুষ্প মাল্য
বীজ পড়ল, খুব যত্ন করে।

গরু এবার মনের বোঝা -
লোটা হাতে চলল খোঁজা;
শেষে - গোয়াল পেল গোমূত্রের বরাত।
নাড়া দিলেই পড়বে টাকা -
ঘুরে যাবে ভাগ্য চাকা,
এখন এসব ভেবেই
কাটছে সবার রাত।

রাত কেটে যায়, সকাল আসে -
ক্যালেন্ডারের পাতা খসে;
গাছের দেখা, যায় না পাওয়া আর!
ব্যাজার মুখে খবর খুলে,
মাসি চেঁচায় হাত-পা তুলে
সেই সাধু আজ লিখছে - 'চৌকিদার'।

বেলুনে এখন সেফটিপিন
তবু আসবে নাকি 'আচ্ছে দিন'!
গরিব হাসবে,- আসবে নতুন ভোর।
মাসি কাঁদে হাত পা ছুঁড়ে
দুনিয়া তার গেছে ঘুরে;
দাদু বলে "ওই চৌকিদার-ই চোর"।

© জিপ্`সি
১৬ই জানুয়ারি, ২০২০