...

5 views

সবাই আমরা ভিখারী
গরীবের পেটে ভাত জোটে না,
গরীব খোঁজে খাদ্য।
খাবার দায়ে তাইতো তারা,
ভিক্ষা করতে বাধ্য।।
ভিক্ষা করছে সেই লোকটা,
যে লোকটা আজ বড় দুঃখী।
ভিক্ষা করলে ভাত পাবে যে,
তার ছোট্ট খোকা খুকি।।
ভিক্ষা করছে সেই মহিলা,
চেহারা যার মৃতপ্রায়।
ভিক্ষা করছে নাবালকটা,
পেটে খিদের যন্ত্রণায়।।
ভিক্ষা করছে আশি বছরের,
বুড়োর সঙ্গে বুড়ি।
ভিক্ষা করেই চিবিয়ে খাচ্ছে,
কাঁচালঙ্কা মুড়ি।।
ভিক্ষা করছে নেতামন্ত্রী,
চাইছে তারা ইলেকশন।
ইলেকশনে জিতলে পরেই,
পাল্টে দেবে জেনারেশন।।
ভিক্ষা করছে ইংরেজিতে,
এম এ পাস করা যুবক।
চাকরির কাছে আজকে সে,
নিতান্তই এক গুড়বক।।
উল্টেপাল্টে দেখতে গেলে,
সবাই আমরা ভিক্ষুক।
এক ভিখারীকে আরেক ভিখারী,
মারছে তবুও চাবুক।।